kalerkantho

১ম ক লা ম

শীতে মরল মাছ

নওগাঁ প্রতিনিধি   

২০ জানুয়ারি, ২০১৮ ০০:০০নওগাঁর মহাদেবপুর উপজেলায় চলমান শৈত্যপ্রবাহ ও তীব্র শীতে মাহিবা দিঘির তিন কোটি টাকার প্রায় ২০০ মেট্রিক টন পাঙ্গাশসহ নানা প্রজাতির মাছ মারা গেছে। বুধবার রাতে উপজেলার চেরাগপুর ইউনিয়নের বড় মহেষপুর (মাহিয়া) গ্রামে এ ঘটনা ঘটে। নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিম তাঁর ৩৫ বিঘা নিজস্ব জলাশয়ে ওই গ্রামের মাহিবা দিঘিতে এসব মাছ চাষ করেছিলেন। ওই দিঘির তত্ত্বাবধায়ক আজাম উদ্দীন জানান, তীব্র শীতে পাঁচ-সাত দিন আগে মাছের শরীরে ঘা দেখা দেয়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তার পরামর্শে এ বিষয়ে চিকিৎসা দেওয়া হলেও কোনো কাজ হয়নি। কয়েক দিনের মধ্যেই দিঘির সব মাছ মরে গেছে।মন্তব্য