kalerkantho


নান্দাইলে সড়ক দুর্ঘটনায় ফুটবলারের মৃত্যু

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

১৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ময়মনসিংহের নান্দাইলে তানজিল মিয়া (২২) নামে এক ফুটবলার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নান্দাইল-তাড়াইল সড়কের দরিল্লা এলাকাসংলগ্ন অংশে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, সিএনজিচালিত অটোরিকশা ও লরির মুখোমুখি সংঘর্ষে তানজিলের মাথা থেঁতলে ও ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

নিহত তানজিলের পরিবারের সদস্যরা জানায়, তানজিল কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দরনগর গ্রামের মো. এরশাদ মিয়ার ছেলে। তানজিলের বড় ভাই তাড়াইল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসারের প্রাইভেট কার চালক অলিউল্লাহ জানান, তাঁরা চার ভাই। সবার ছোট তানজিল তাড়াইল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। কিশোরগঞ্জ জেলার একটি স্বনামধন্য ক্লাবের নিয়মিত খেলোয়াড় ছিলেন তিনি। বিভিন্ন এলাকায় তিনি অতিথি খেলোয়াড় হিসেবে খেলতে যেতেন। গতকাল সকালে তিনি নরসিংদী গিয়েছিলেন। সিএনজিযোগে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

পরিবারের সদস্যরা আরো জানায়, দুর্ঘটনার প্রায় পাঁচ মিনিটের মধ্যে একই সড়ক দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন বড় ভাই অলিউল্লাহ। দুর্ঘটনার জেরে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তিনি গাড়ি থেকে নেমে দুর্ঘটনাস্থলে গিয়ে দেখেন, নিহত ব্যক্তি তাঁর নিজেরই ছোট ভাই তানজিল। তখন তাঁর আর্তচিৎকারে সেখানে পরিবেশ আরো হৃদয়বিদারক হয়ে ওঠে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।মন্তব্য