kalerkantho


সালথায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের সালথা উপজেলার জয়ঝাপ গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্লার সমর্থকদের সঙ্গে স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মানিক মাতবরের সমর্থকদের সংঘর্ষ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকালে জাফরের সমর্থকরা মানিকের সমর্থক সিরাজ মোল্লার বাড়িতে ভাঙচুর করে। পরে উভয় পক্ষের সমর্থকরা ঢাল, কাতরা ও সড়কিসহ দেশি অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ইটপাটকেল বিনিময় হয়।

সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। এর মধ্যে ছয়জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের পাশের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আওয়ামী লীগ নেতা আবু জাফর তাঁর সমর্থকদের হামলার কথা অস্বীকার করে বলেন, ‘বিষয়টি খোঁজ নিয়ে বলতে পারব।’

মানিক মাতবর বলেন, ‘জাফরের লোকজন আমার সমর্থক সিরাজের বাড়ি হামলা চালিয়ে ভাঙচুর করেছে।’

সালথা থানার পরিদর্শক দেলোয়ার হোসেন খান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শটগানের ৮-১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় কেউ আটক হয়নি। কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।মন্তব্য