kalerkantho

জাটকা জব্দ

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

১৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে যাত্রীবাহী একটি বাস থেকে ৫০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড ও লৌহজং মত্স্য অফিসের কর্মকর্তারা। গতকাল সোমবার ভোরে জাটকাগুলো জব্দ করা হয়। দুপুুরে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনির হোসেনের উপস্থিতিতে জব্দ করা জাটকাগুলো ১৪টি মাদরাসায় এতিম শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। উপজেলা সিনিয়র সহকারী মত্স্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার জানান, রবিবার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত শিমুলিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দক্ষিণবঙ্গগামী যাত্রীবাহী একটি বাস থেকে ৫০০ কেজি জাটকা জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। অভিযানকালে কোস্ট গার্ডের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. নাসিম, কন্টিজেন্ট কমান্ডার মো. গিয়াস পিও, এল এস মো. শামীম, উপজেলা মত্স্য অফিসের অফিস সহকারী সেলিম ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।মন্তব্য