চ্যানেল নাইনের বার্তা প্রধান আমিনুর রশীদ ও সাভার (জেলা) প্রতিনিধি অপু খন্দকারের বিরুদ্ধে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য এম এ মালেকের স্ত্রী মিনা মালেকের করা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সাভার-আশুলিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। রবিবার দুপুরে আশুলিয়া প্রেস ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ কর্মসূচি থেকে সাংবাদিক নেতারা মামলাটিকে হয়রানিমূলক ও মিথ্যা অভিহিত করে তা প্রত্যাহারের দাবি জানান। সমাবেশে সভাপতিত্ব করেন সাংবাদিক মোজাফ্ফর হোসাইন জয়। উল্লেখ্য, গত ১৫ নভেম্বর সংসদ সদস্য এম এ মালেক, তাঁর স্ত্রী মিনা মালেক ও মেয়ের জামাই শাহীন হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখল নিয়ে সংবাদ প্রচারের জেরে গত ২৫ ডিসেম্বর সংসদ সদস্য এম এ মালেকের স্ত্রী মিনা মালেক বাদী হয়ে ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা করেন।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...