নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলা গ্রামে ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা ও চার দিনব্যাপী গ্রাম্য মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে এ প্রতিযোগিতা দেখতে প্রায় ৩০ হাজার দর্শনার্থী সেখানে সমবেত হয়।
স্থানীয় বাসিন্দা তাপস মণ্ডল জানান, প্রায় ৪০০ বছর আগে থেকে এ প্রথা পালন করছে এ এলাকার মানুষ। প্রতিবছর পৌষ মাসের শেষ দিনে এ উৎসব পালন করা হয়। শোল্লা থেকে আসা স্কুলশিক্ষক জাহিদুল ইসলাম বলেন, ‘মেলা উপলক্ষে কয়েক দিন আগে থেকে আশপাশের বাড়িগুলোতে বাড়তে থাকে অতিথির সংখ্যা। আপ্যায়নের জন্য রকমারি পিঠাপুলির আয়োজন করা হয়।’
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...