kalerkantho


ফতুল্লায় ফেসবুকে আপত্তিকর পোস্ট নিয়ে বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

১৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় কোরআন শরিফ অবমাননা করে ফেসবুকে একটি পোস্ট দেওয়ার ঘটনায় গতকাল শুক্রবার স্থানীয় মুসল্লিরা বিক্ষোভ করেছে। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়। পুলিশ ওই ব্যক্তির বড় ভাইকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফতুল্লার পূর্ব দেলপাড়া এলাকার এক যুবক সম্প্রতি তার নামে থাকা ফেসবুক আইডিতে কোরআন শরিফ অবমাননা করে কয়েকটি ছবি পোস্ট করে। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়। গতকাল জুমার নামাজের পর স্থানীয় লোকজন এর প্রতিবাদ ও ওই যুবকের বিচার দাবি করে এলাকায় বিক্ষোভ শুরু করে।

 মন্তব্য