kalerkantho

নাটোরে শিশু ধর্ষণ ও হত্যা

দুই ভাই ধরা

নাটোর প্রতিনিধি   

১৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০নাটোরের গুরুদাসপুরের শিশু খাদিজা খাতুন ধর্ষণ ও হত্যা মামলার পলাতক দুই আসামি নাঈম ভক্তি (১৯) ও নাজমুল ভক্তিকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গত বৃহস্পতিবার রাতে রাজশাহী ও গাজীপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা গুরুদাসপুরের বিলসা গ্রামের মোশারফ হোসেন ভক্তির ছেলে। গতকাল শুক্রবার তাঁদের নাটোর র‌্যাব-৫ ক্যাম্পের সিপিসি-২-এর কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করে প্রেস বিফ্রিং করা হয়। সিপিসি-২-এর কম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, গত ২০ ডিসেম্বর বিলসা গ্রামের মনিরুল ইসলামের মেয়ে খাদিজা খাতুন (৭) বাড়ি থেকে নিখোঁজ হয়। তিনদিন পর বাড়ির কাছে তার লাশ পাওয়া যায়।মন্তব্য