kalerkantho


সুন্দরবনে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে দস্যু’ নিহত

অপহৃত ছয় জেলে, অস্ত্র গুলি ও নৌকা উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি   

১০ জানুয়ারি, ২০১৮ ০০:০০সুন্দরবনে নৌ পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে এক বনদস্যু’ নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাটের শরণখোলা উপজেলার কাতিয়ার খালে এ ঘটনা ঘটে। পরে দস্যুদের ব্যবহৃত দুটি আগ্নেয়াস্ত্র, ১৬০টি গুলি, একটি নৌকা, সাতটি মোবাইল ফোনসেট ও অপহৃত ছয় জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

নিহত ফরিদ শেখের (৩০) বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলার বৌদ্ধমারী গ্রামে। সে সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ছোট বাহিনীর সদস্য বলে পুলিশ জানায়। উদ্ধার হওয়া জেলেরা হলেন শরণখোলার দক্ষিণ বাধাল গ্রামের শাহ আবুল ফকির (২৮), উত্তর রাজাপুরের সুমন খান (২০), সুমন আকন (২৮), রতিয়া রাজাপুরের ইসরাফিল পহলান (২৩), মোংলার খাসেরডাঙ্গা গ্রামের প্রতুল হালদার (২৮) ও জয়মনি গ্রামের হাফিজ হাওলাদার (২৫)।

শরণখোলার ধানসাগর নৌ পুলিশ ফাঁড়ির এএসআই আলী আকবর জানান, রবি ও সোমবার সুন্দরবন থেকে দস্যুরা ছয় জেলেকে অপহরণ করে মুক্তিপণ চায়। তাঁদের উদ্ধারে সোমবার রাতে পুলিশ ট্রলার নিয়ে সুন্দরবনে অভিযান শুরু করে। মঙ্গলবার ভোরে পুলিশ কাতিয়ার খালে একটি নৌকা দেখে থামাতে সংকেত দেয়। নৌকাটি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি চালায়। আধাঘণ্টা গোলাগুলির সময় সাত-আটজন দস্যু নদীতে ঝাঁপিয়ে পালিয়ে যায়।মন্তব্য