kalerkantho

১ম কলাম

শিক্ষা উপকরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ঝরে পড়া শিশু শিক্ষার্থীদের সুশিক্ষিত করার লক্ষ্যে ১৮০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত শহরের গলাচিপায় অবস্থিত আরবান স্লাম আনন্দ স্কুলে ১৮০ জনের প্রত্যেককে চারটি করে খাতা, একটি স্কেল ও একটি বক্স দেওয়া হয়। এ সময় সমাজসেবক আবুল কালাম আজাদ, মো. শাকিল উদ্দিন শাকের, রিটন দে, মোহাম্মদ হোসেন, মিনার হোসেন, শওকত খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন। মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ‘আগামী দিনে রিকশা চালাতেও পঞ্চম শ্রেণি পাস করতে হবে। গাড়ির ড্রাইভার হতে গেলে এসএসসি পাস করা লাগবে।’ অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কতটুকু পড়েছেন তা জানি না। কিন্তু ছেলে-মেয়েদের অবশ্যই সুশিক্ষিত করতে হবে।’মন্তব্য