kalerkantho


হাবিপ্রবিতে সংঘর্ষে আহত ৩০

দিনাজপুর প্রতিনিধি   

৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দুই হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। এ সময় জিয়া ও তাজউদ্দীন হলে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১২ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও অর্পণ নামের এক ছাত্রকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, গত রবিবার সকালে সমাজবিজ্ঞান অনুষদে ক্লাস চলাকালে প্রথম বর্ষের দুই ছাত্রের মধ্যে বাগিবতণ্ডা হয়। বিকেলে ছাত্রদের একটি গ্রুপ মীমাংসার কথা বলে ডেকে এনে একজন ছাত্রকে মারধর করে। এ নিয়ে জিয়া হল ও তাজউদ্দীন হলের ছাত্রদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত ৯টার দিকে ছাত্রলীগের একটি গ্রুপের নেতৃত্বে তাজউদ্দীন হলের একদল ছাত্র জিয়া হলে গিয়ে হামলা চালায় ও ব্যাপক ভাঙচুর করে। এই ঘটনায় ছাত্রলীগের অপর গ্রুপের নেতৃত্বে জিয়া হলের ছাত্রদের একটি দল তাজউদ্দীন হলে হামলা ও ভাঙচুর করে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন ছাত্র আহত হয়। রাত ১১টার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাদুস রানা জানান, গত রবিবার রাতে হাবিপ্রবির ১২ জন ছাত্রকে ভর্তি করা হয়েছে। গতকাল অনেকে সুস্থ হয়ে চলে গেছে। বর্তমানে নাজমুল, দিপ্ত, শিখর, সাকির, কল্লোল ও সৌরফ চিকিৎসাধীন। এ ব্যাপারে জানতে চাইলে হাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. খালিদ হোসেন জানান, ছাত্রদের দুই পক্ষকেই শান্ত করা হয়েছে। গতকাল সোমবার সকালে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ঘটনা তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।মন্তব্য