kalerkantho


চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালে অচলাবস্থা

সম্পাদককে অব্যাহতি সভাপতির পদত্যাগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি   

৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা পরিচালিত চক্ষু হাসপাতালে অচলাবস্থা দেখা দিয়েছে। দুর্নীতির অভিযোগ এনে এরই মধ্যে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে চাঁপাইনবাবগঞ্জ অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ কে এম খাদেমুল ইসলামকে। এ ছাড়া পদত্যাগ করেছেন সমিতির সভাপতি চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. আয়াজ উদ্দিন আয়াজ।

শনিবার সকালে হাসপাতাল প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসিব অভিযোগ করেন, গত ২৫ ডিসেম্বর কার্যনির্বাহী কমিটির সভায় খসড়া ভোটার তালিকায় জালিয়াতি, আর্থিক শৃঙ্খলা ভঙ্গ ও স্বেচ্ছাচারিতার অভিযোগে খাদেমুল ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং সাত দিনের মধ্যে দায়িত্ব বুঝিয়ে দিতে বলা হয়। কিন্তু এখনো তিনি দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় অচলাবস্থা দেখা দিয়েছে। খাদেমুল সাবেক সংসদ সদস্য জিনাতুন নেসা তালুকদারসহ ভোটার তালিকায় আজীবন সদস্যদের অনেকের নাম বাদ দিয়ে জালিয়াতির মাধ্যমে নতুন নাম অন্তর্ভুক্ত করেছেন। চক্ষু হাসপাতালের নামে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বরাদ্দ দুই মেট্রিক টন গম তুলেও জমা দেননি তিনি। আজীবন সদস্য ভর্তি ফির অনেক টাকাও তিনি আত্মসাৎ করেছেন। সমিতির সভাপতি আয়াজ উদ্দিন পদত্যাগ করলেও কার্যনির্বাহী কমিটির সঙ্গে আলোচনা না করেই সাধারণ সম্পাদক খাদেমুল এককভাবে পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

খাদেমুল ইসলাম বলেন, তিনি কোনো দুর্নীতি করেননি। পরে তিনি গণমাধ্যমের কাছে নিজের অবস্থান ব্যাখ্যা করবেন।মন্তব্য