kalerkantho

আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি   

৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিশপুর এলাকায় ১৫০ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করেছে বিজিবি। আটককৃত ব্যক্তির নাম জাকির হোসেন (৩০)। তিনি সদর উপজেলার চরহরিশপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ-৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুল এহসান জানান, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বিজিবির হাকিমপুর বিওপির একটি টহলদল হরিশপুর এলাকায় অভিযান চালিয়ে ১৫০ গ্রাম হেরোইনসহ জাকির হোসেনকে আটক করে। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা হয়েছে।মন্তব্য