শ্রীশ্রী প্রণব মঠ ও ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের ১২৩তম জন্মোৎসব উপলক্ষে নওগাঁ সেবাশ্রম সংঘে চার দিনব্যাপী বার্ষিক উৎসব ও হিন্দু ধর্ম মহাসম্মেলন চলছে। উৎসবের তৃতীয় দিন শুক্রবার সকালে শহরে বের করা হয়েছে ধর্মীয় শোভাযাত্রা। প্রায় ১০ হাজার নারী-পুরুষ এ শোভাযাত্রায় অংশ নেয়। নারীরা লাল পেড়ে সাদা শাড়ি আর পুরুষরা ধুতি-পাঞ্জাবি পরে নেচে-গেয়ে শোভাযাত্রায় কীর্তন করে। এর আগে শোভাযাত্রা উদ্বোধন করেন নওগাঁ সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী দিগ্বিজয়ানন্দজি মহারাজ। গোটা শহর ঘুরে শোভাযাত্রাটি সাড়ে ১২টায় ফের আশ্রমে এসে শেষ হয়। সেখানে ভজন সংগীত, হরিনাম সংকীর্তন, অভিষেক, অন্নকুট ভোগ, গুরুপূজা, শিবপূজা ও কৃষ্ণপূজার পর প্রসাদ বিতরণ করা হয়। বিকেলে আদিবাসী নৃত্য, ভজন সংগীত, হিন্দু ধর্ম প্রসঙ্গে আলোচনাসভা, হিন্দু মিলন মন্দির সম্মেলন ও ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘হিন্দু ধর্মের নবজাগরণে স্বামী প্রণবানন্দের অবদান’ শীর্ষক আলোচনাসভায় অংশ নেন স্বামী দিগ্বিজয়ানন্দজি মহারাজ, অধ্যাপক প্রনব রঞ্জন বসাক, ডা. স্বপন কুমার হালদার, ইঞ্জিনিয়ার গুরুদাস দত্ত, খগেন্দ্র নাথ, গৌর চন্দ্র, মাতৃসংঘের সতী রানী বসাক, রিক্তা রানী, ঝুমুর, ঝর্ণা, শুভ্রা, শম্পা প্রমুখ। আজ শনিবার পুরস্কার বিতরণ, ধুতি পরা প্রশিক্ষণ ও শ্রীশ্রী আচার্যদেবের দোলন উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে বলে আশ্রম সূত্র নিশ্চিত করেছে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...