kalerkantho


লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতার আত্মহত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি   

৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০লক্ষ্মীপুরে আবদুল হান্নান শাকিল নামের এক ছাত্রলীগ নেতা আত্মহত্যা করেছেন। শুক্রবার সকালে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের পশ্চিম বটতলীর বাড়ি থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য বেলায়েত হোসেনের ছেলে।

নিহতের বন্ধু ও স্থানীয়রা জানায়, শাকিল ঢাকার খিলগাঁও থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। প্রেমিকার সঙ্গে মতবিরোধের কারণে গ্রামে আসেন। বৃহস্পতিবার রাতে শাকিলের ফেসবুক আইডি থেকে ‘আল্লাহ হাফেজ’ লিখে একটি স্ট্যাটাস দেওয়া হয়। সকালে রান্নাঘরে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তাঁকে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ওসি মোক্তার হোসেন বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধারের পর থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। তবে কী কারণে ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি পরিষ্কার হবে।’মন্তব্য