kalerkantho

উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০নারায়ণগঞ্জ শহরের দেওভোগ ও ফতুল্লার পঞ্চবট্টিতে বৃহস্পতিবার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এ সময় দেওভোগ পানির ট্যাংক এলাকায় একটি খাবার হোটেলসহ অন্তত ১০টি অবৈধ স্থাপনা ও পঞ্চবট্টিতে সিটি করপোরেশনের জমিতে স্থাপিত বেসরকারি পার্কের বর্ধিত অংশ ভেঙে দেওয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ এফ এম এহতেশামুল হক। এ সময় নাসিক মেয়রের পিএ আবুল হোসেন, পরিচ্ছন্নতা কর্মকর্তা আলমগীর হিরন, সার্ভেয়ার কালাম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। আলমগীর হিরন জানান, দেওভোগ পানির ট্যাংক বাজুইনাপাড়া বাজারসংলগ্ন এলাকায় অন্তত ১০টি অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। এ ছাড়া  ফতুল্লার পঞ্চবট্টিতে অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কের লে-আউটের বহির্ভূত অংশ উচ্ছেদ করা হয়েছে। এতে দেয়ালসহ ২০টি পিলার ভাঙা পড়েছে।মন্তব্য