kalerkantho


নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন

আদালতে পাল্টাপাল্টি মিছিল, উত্তেজনা

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে পাল্টাপাল্টি মিছিল করেছে আওয়ামী লীগ ও বিএনপি। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতপাড়ায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হাসান ফেরদৌস জুয়েল ও মহসিন মিয়াকে স্বাগত জানিয়ে আওয়ামী সমর্থিত আইনজীবী ও ছাত্রলীগের মিছিলের পর পাল্টা মিছিল করেন বিএনপির আইনজীবীরা। মিছিল শেষে আইনজীবী সমিতির সামনে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সমাবেশ করে। পরে বিএনপির দুই পক্ষ ঐক্যবদ্ধ হয়ে একই স্থানে সমাবেশ করে।

এর আগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পাল্টা কমিটি নিয়ে আদালতপাড়ায় বিএনপি সমর্থিত আইনজীবীদের মধ্যে চরম বিরোধ দেখা দেয়। দীর্ঘদিনের সেই বিরোধ হঠাৎ মিটে যাওয়া নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।

আওয়ামী লীগ সমর্থিত সভাপতি প্রার্থী হাসান ফেরদৌস জুয়েল বলেন, ‘দলীয় বিরোধ নেই। সবার সহযোগিতায় নির্বাচনে জয়ী হলে আইনজীবী সমিতির অসম্পূর্ণ কাজগুলো শেষ করব। আইনজীবীদের স্বার্থে কাজ করব এবং প্রতিটি কাজ দ্রুততার সঙ্গে করে দেখাব।’

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতা সরকার হুমায়ন কবীর বলেন, ‘দলীয় বিরোধ যা ছিল তা শেষ হয়ে গেছে। আইনজীবীদের নির্বাচনে কোনো বহিরাগতদের তৎপরতা থাকতে পারবে না। আমি নির্বাচন কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশের প্রতি আহ্বান করব, এই নির্বাচন যেন সন্ত্রাসমুক্ত হয়।’

আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান দীপু বলেন, ‘স্থানীয় শীর্ষ নেতাদের নিয়ে যোগ্য প্রার্থী নির্ধারণে চেষ্টা করছি। আমাদের নির্ধারণ করা প্যানেলই জয়ী হবে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, ‘আইনজীবী সমিতির নির্বাচন সুষুমভাবে করার চেষ্টা করছি। যোগ্য প্রার্থী চূড়ান্তে সাবেক এমপি ও সিনিয়র নেতাদের সঙ্গে আমার আলোচনা চলছে। দ্রুত আমরা প্যানেল ঘোষণা করব।’

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় ভোটগ্রহণ হবে। এর মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল ৫ থেকে ৭ জানুয়ারি। ৮ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই ও প্রাথমিক বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ। ৯ থেকে ১১ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার। ১২ জানুয়ারি প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ।মন্তব্য