kalerkantho

দখলমুক্ত

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

১ জানুয়ারি, ২০১৮ ০০:০০নারায়ণগঞ্জের অন্যতম বৃহৎ দ্বিগুবাবুর বাজার। বাজারটির ভেতরের মীরজুমলা সড়ক গতকাল রবিবার দখলমুক্ত করেছে পুলিশ প্রশাসন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ অঞ্চল) মো. শরফুদ্দিনের নেতৃত্বে শতাধিক পুলিশ সদস্যের একটি টিম উচ্ছেদ অভিযান চালায়। এ সময় সিটি করপোরেশনের (নাসিক) উচ্ছেদকর্মীসহ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। জানা যায়, কয়েক বছর আগে মীরজুমলা সড়ক দখলমুক্ত করেছিল নাসিক। ওই সময় দখলদারদের হামলায় ফটো জার্নালিস্টসহ নাসিকের কয়েকজন উচ্ছেদকর্মী আহত হন। কিন্তু কিছুদিন না যেতেই সড়কটি আবারও বেদখল হয়ে যায়। সড়কটির কিছু অংশে নাসিক বর্জ্যের স্তূপ করায় দখলে আরো সুবিধা হয় দখলদারদের। তারা সড়কে দোকান বসিয়ে ভাড়া আদায় করত। এ ছাড়া সড়কটিতে বসা কাঁচামাল বিক্রেতাদের কাছ থেকেও মোটা অঙ্কের চাঁদা আদায় করত একটি চক্র। গতকাল সকালে সড়কটি ফের দখলমুক্ত করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ অঞ্চল) শরফুদ্দিন বলেন, ‘পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মীরজুমলা সড়কটি দখলমুক্ত করা হয়েছে।’

 মন্তব্য