kalerkantho


বিদ্যালয়ের মেঝে ধসে শিক্ষকসহ ২০ শিক্ষার্থী আহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

১ জানুয়ারি, ২০১৮ ০০:০০মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার দক্ষিণ ফুলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেঝে ধসে দুই সহকারী শিক্ষকসহ ২০ শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল রবিবার সকালে শ্রেণিকক্ষের নিচের মেঝে ধসে পড়ে।

আহতরা হলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বোরহান উদ্দিন ও খালেদা আক্তার, তৃতীয় শ্রেণির ছাত্র হাসিব মিয়া, আওলাদ হোসেন, চতুর্থ শ্রেণির রবিন, রাইস, ইমামুল হাসান ও জাকিয়া, প্রথম শ্রেণির সাহেরা, পঞ্চম শ্রেণির শারমিন ও তানজিলা, দ্বিতীয় শ্রেণির সুমাইয়া প্রমুখ। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রধান শিক্ষক মাহফুজুল হক খান জানান, বার্ষিক পরীক্ষার ফল ঘোষণার সময় প্রায় ৩০০ ছাত্র-ছাত্রীর উপস্থিতিতে এ ঘটনা হয়েছে।

 মন্তব্য