kalerkantho


ময়মনসিংহে বিনামূল্যের বই দোকানে আটক ১

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

১ জানুয়ারি, ২০১৮ ০০:০০ময়মনসিংহ সদর উপজেলার খাগডহরের কালিকাপুর এলাকার একটি দোকান থেকে মাধ্যমিকের বিনামূল্যে বিতরণের প্রায় দুই-আড়াই হাজার নতুন পাঠ্যপুস্তক জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক করা হয়েছে ওই দোকানের এক কর্মচারীকে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান কালের কণ্ঠকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার রাত ১১টার দিকে ওই দোকানে অভিযান চালায় ডিবির সদস্যরা। এ সময় দোকানের ভেতর থেকে ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির দুই-আড়াই হাজার বিনামূল্যের পাঠ্যপুস্তক জব্দ করা হয়। এ ঘটনায় ওই দোকানের কর্মচারী ইস্রাফিলকে আটক করা হয়েছে।মন্তব্য