kalerkantho


পাবনায় বিএনপি নেতা দুলু

গণতান্ত্রিক ধারার নির্বাচন হবে

পাবনা প্রতিনিধি   

১ জানুয়ারি, ২০১৮ ০০:০০বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশে আর কোনো ৫ই জানুয়ারির নির্বাচন হতে দেওয়া যাবে না। গতকাল রবিবার দুপুরে পাবনার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দলের কর্মিসভায় এ কথা বলে তিনি। এ সময় নেতাকর্মীদের সব মতানৈক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে দুলু বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশে গণতান্ত্রিক ধারার নির্বাচন অনুষ্ঠিত হবে।

দলের জেলা সভাপতি মেজর (অব.) কে এস মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মিসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, নজমুল হক নান্নু, কেন্দ্রীয় সদস্য কে এম সেলিম রেজা হাবিব, জেলা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা, হাসান জাফির তুহিন, কে এম আনোয়ারুল ইসলাম, জহুরুল ইসলাম বাবু, মোখলেছুর রহমান বাবলু প্রমুখ।মন্তব্য