kalerkantho

ঘন কুয়াশা

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

২৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০শিমুলিয়া-কাঁঠালবাড়ী ফেরি সার্ভিস সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় স্বাভাবিক হয়েছে। এর আগে ঘন কুয়াশায় নদীপথটি ঢাকা পরে গেলে ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে মাঝ পদ্মায় আটকা পড়ে তিনটি ফেরি। উভয় পারে আটকা পড়ে তিন শতাধিক যানবাহন। বিআইডাব্লিউটিসির এজিএম শাহ নেওয়াজ খালিদ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টার দিকে হঠাৎ পদ্মা ঘন কুয়াশায় ঢেকে যায়। এতে দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছিল। কুয়াশা কেটে যাওয়ার পর সকাল সাড়ে ১০টায় আবার ফেরি সার্ভিস চালু হয়েছে।মন্তব্য