kalerkantho

কিশোরের মৃত্যু

নাটোর প্রতিনিধি   

১৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০নাটোরের নলডাঙ্গার বারনই নদীতে ডুবে নয়ন আলী (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কাচারিঘাটে এ ঘটনা ঘটে। নয়ন আলী বাশিলা কাচারিপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে। নলডাঙ্গা থানার ওসি মোস্তফা কামাল জানান, শুক্রবার বিকেলে নলডাঙ্গার শ্যামনগর মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা দেখার জন্য স্থানীয়দের সঙ্গে নৌকাযোগে শ্যামনগর যাচ্ছিল নয়ন। পথে বারনই নদীর কাচারিঘাট এলাকায় পৌঁছলে অতিরিক্ত বোঝাই হওয়ায় নৌকাটি ডুবে যায়। এ সময় অন্যরা তীরে উঠতে পারলেও নৌকার নিচে চাপা পড়ে নয়ন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 মন্তব্য