kalerkantho


ঠাকুরগাঁওয়ে সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁও প্রতিনিধি   

১৫ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল কাদের নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন।

বৃহস্পতিবার সকালে উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজান তেলিপাড়ায় এ ঘটনা ঘটে। আব্দুল কাদের (৩৫) চিলারং ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে তেলিপাড়া গ্রামের ৮৭ শতক জমি নিয়ে সামসুল হকের সঙ্গে তাঁর চাচাচো ভাই শহীদ আলীর বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে সামসুল হক ওই জমিতে ধান কাটতে গেলে শহীদ আলীর সঙ্গে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় শহীদ আলীসহ তার লোকজন ধারালো ছোরা দিয়ে সামসুল হকের ছেলে সোহেল রানা ও ছোট ভাই আব্দুল কাদেরকে কুপিয়ে জখম করে।

পরে স্থানীয়রা আব্দুল কাদের ও সোহেল রানাকে আহত অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। রংপুরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আব্দুল কাদের মারা যান।

 মন্তব্য