kalerkantho

সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)   

৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০সাভারে বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে নেওয়া আড়াই হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার সকালে সাভার সদর ইউনিয়নের ১ নম্বর কলমা এলাকায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসান। অভিযানে সাভার তিতাস গ্যাস অফিসের প্রায় ৪০ সদস্যের একটি দল অংশ নেয়। সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, সাভারে সব অবৈধ গ্যাসলাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া অবৈধ গ্যাস সংযোগ প্রদানকারীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলাও করা হচ্ছে। এ অভিযানে সাভার তিতাস গ্যাস অফিসের ডেপুটি ম্যানেজার প্রকৌশলী হাদি আব্দুর রহিম, মাহমুদ হাসান, ব্যবস্থাপক আনিসুজ্জামান, ঠিকাদার মনির হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মন্তব্য