kalerkantho


মেয়র আইভীর জিপের নাট খুলল কে?

খুঁজতে তদন্ত

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে বহনকারী গাড়ির চাকার নাট খুলে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আজগর হোসেনকে প্রধান করে চার সদস্যের এই কমিটি বৃহস্পতিবার বিকেলে গঠন করা হয়। কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এহতেশামুল হক জানান, ২ ডিসেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের জানাজার আগে শ্রদ্ধা জানাতে নারায়ণগঞ্জ থেকে সরকারি জিপে যাচ্ছিলেন মেয়র। পথে বনানী মোড়ে প্রচণ্ড শব্দ শুনতে পেয়ে চালক সড়কের পাশে জিপ থামান। তিনি গাড়ি থামিয়ে চেক করে দেখতে পান বাঁ পাশের চাকার ছয়টি নাটের মধ্যে তিনটি নেই। আর যে তিনটি নাট আছে সেগুলো খুলে গেছে।মন্তব্য