kalerkantho


আন্দোলনে অচল কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগ

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা   

২০ নভেম্বর, ২০১৭ ০০:০০সড়ক ও জনপথ অধিদপ্তরের সাত হাজার ৫৯ জন কার্যভিত্তিক (ওয়ার্কচার্জড) কর্মচারীকে দ্রুত নিয়মিতকরণসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি দিয়ে অবস্থান ধর্মঘট পালন করেছে কুমিল্লার সড়ক ও জনপথ বিভাগের শ্রমিক-কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তারা প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। এতে অচল হয়ে পড়ে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগ।

সড়ক ও জনপথ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের জেলা নির্বাহী সংসদের নেতারা জানান, সড়ক ও জনপথ অধিদপ্তরের সাত হাজার ৫৯ জন ওয়ার্কচার্জড কর্মচারীকে দ্রুততম সময়ের মধ্যে নিয়মিত করতে হবে। দাবি আদায়ের লক্ষ্যে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এ কর্মসূচি চলবে। তার পরও দাবি আদায় না হলে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে কাফনের কাপড় পরে অবস্থান নেবেন তাঁরা। অবস্থান ধর্মঘট চলাকালে বক্তব্য দেন কুমিল্লার ভারপ্রাপ্ত সভাপতি মো. আনিসুর রহমান ভূইয়া, জেলা নির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মো. আনিসুর রহমান ভূইয়া, সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, আবদুল কাদের খান, মো. সেলিম,  মো. শহীদুল হক, শাহে আলম প্রমুখ।মন্তব্য