বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধের অনির্দিষ্টকালের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। পুলিশের হাতে আটক সিঅ্যান্ডএফ কর্মচারীকে নিঃশর্ত মুক্তি ও তাঁর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের আশ্বাসের এক দিন পর গতকাল শুক্রবার থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য আবার শুরু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ধর্মঘটিদের দীর্ঘ বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান জানান, গত বুধবার রাতে বিজিবির কাছে গোপন খবর আসে, বেনাপোল বন্দরের ভারতীয় ট্রাক টার্মিনালে ভারতীয় ট্রাকের ভেতর আগ্নেয়াস্ত্র রয়েছে। পরে কাস্টম, বন্দর, বিজিবি, পুলিশসহ বিভিন্ন সংস্থার উপস্থিতিতে একটি ট্রাক থেকে একটি পুরনো ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়।
এ ঘটনায় সিঅ্যান্ডএফ এজেন্ট সনিয়া এন্টারপ্রাইজের বর্ডারম্যান মিকাইলকে আসামি করে মামলা হয়। পরে পুলিশ তাঁকে আটক করে। এর প্রতিবাদে গত বৃহস্পতিবার সকাল থেকে সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।
বেনাপোল বন্দরের পরিচালক আমিনুল ইসলাম জানান, ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি চালু হয়েছে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের