kalerkantho


কুষ্টিয়ায় যুবক হত্যা

স্ত্রী ও ছোট ভাইয়ের সম্পর্ক পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া   

১৩ অক্টোবর, ২০১৭ ০০:০০কুষ্টিয়ার কুমারখালীতে প্রবাসী যুবক রাকিবুল ইসলাম হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। অনৈতিক সম্পর্ক স্থায়ী করতে স্ত্রী ও ছোট ভাইয়ের পরিকল্পনায় ভাড়াটে খুনিরা রাকিবুলকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। ঘটনার দিন ছোট ভাই রকিবুল ইসলাম মোটরসাইকেলে করে বড় ভাইকে হত্যাকারীদের হাতে তুলে দিয়ে আসে। গ্রেপ্তার ছোট ভাই আদালতে এমন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

পুলিশ এ ঘটনায় জড়িত নিহত রাকিবুলের স্ত্রী, ছোট ভাই এবং ইউপি সদস্য মনোয়ার হোসেন লালনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে। গতকাল কুষ্টিয়া পুলিশ লাইনে নিজ কার্যালয়ে প্রেস বিফ্রিং করে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার এস এম মেহেদী হাসান।

পুলিশ সুপার বলেন, কুমারখালীর পাহাড়পুর স্কুলপাড়ার মন্টু বিশ্বাসের ছেলে রাকিবুল ২০০৮ সালে মালয়েশিয়া যান।মন্তব্য