kalerkantho


গাজীপুরে মণ্ডপে ১০ লাখ টাকা অনুদান

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

২৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০গাজীপুর মহানগরের পূজামণ্ডপগুলোতে ১০ লাখ টাকা অনুদান দিয়েছে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম। এ বছর গাজীপুর মহানগরের ৮৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজার প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে শুক্রবার সকালে জয়দেবপুর মধ্যবাজার শ্রীশ্রী রক্ষা কালীমন্দির ও লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পূজা উদ্‌যাপন পরিষদের সদস্য নারায়ণ কুমার দাস। এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম, সহসভাপতি অ্যাডভোকেট মো. ওয়াজউদ্দীন মিয়া, জেলা প্রশাসকের প্রতিনিধি এনডিসি মো. কুদরত এ খোদা, জয়দেবপুর থানার ওসি মো, আমিনুল ইসলাম, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সিনিয়র সহসভাপতি মানিক চন্দ্র দে, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জীবন কুমার মণ্ডল, মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক অরুণ কুমার সাহা, কোষাধ্যক্ষ দিলীপ কুমার সরকারসহ ৮৮টি মন্দিরের পূজা উদ্‌যাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। সভা শেষে আওয়ামী লীগ নেতা তাঁদের হাতে চেক তুলে দেন।মন্তব্য