kalerkantho


আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখল ভালুকায়

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি   

২৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ময়মনসিংহের ভালুকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। গতকাল শুক্রবার সকালে উপজেলার ধীতপুর ইউনিয়নের শান্তিগঞ্জ বাজার এলাকায় ওই ঘটনা ঘটে।

একাধিক সূত্রে জানা যায়, স্থানীয় নাজিম উদ্দিনের দুই শতক ও জাহাঙ্গীর আলমের পাঁচ শতক জমি জবরদখলের চেষ্টা করছিল স্থানীয় একটি প্রভাবশালী চক্র। গত মঙ্গলবার জাহাঙ্গীর আলম ওই জমিতে নিষেধাজ্ঞা চাইলে আদালত সেখানে ১৪৪ ধারা জারি করার জন্য ভালুকা মডেল থানা পুলিশকে নির্দেশ দেন। পরে ভালুকা মডেল থানা পুলিশ গত বৃহস্পতিবার ওই জমিতে ১৪৪ ধারা জারি করে। কিন্তু স্থানীয় শরিফুল ইসলাম গতকাল শুক্রবার সকালে দলবল নিয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওই জমিতে সীমানাপ্রাচীর নির্মাণ শুরু করেন।

ভালুকা মডেল থানার ওসি মামুন অর রশিদ জানান, শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য উভয় পক্ষকে ওই জমিতে যাবতীয় কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে।মন্তব্য