kalerkantho


কক্সবাজার সৈকতে তিন দিনের হাঁটা কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার   

১৯ মার্চ, ২০১৭ ০০:০০কক্সবাজার সৈকতে গতকাল শনিবার শুরু হয়েছে তিন দিনের হাঁটা কার্যক্রম। কক্সবাজারকে দেশ ও বিশ্বদরবারে আরো দৃঢ়ভাবে তুলে ধরতে ‘দ্য লংগেস্ট ওয়াক-২০১৭’ নামের এই হাঁটা কার্যক্রমের আয়োজন করা হয়েছে। এতে অংশ নেন বিভিন্ন পেশার ৩০ জন বিশিষ্ট ব্যক্তি।

বাংলাদেশের প্রথম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি বেজক্যাম্প বাংলাদেশ লিমিটেড ও এর অঙ্গসংগঠন থাউজেন্ড মাইলস এক্সপেডিশন বাংলাদেশের আয়োজনে কক্সবাজার সৈকত থেকে টেকনাফ পর্যন্ত ১১০ কিলোমিটার হাঁটা কার্যক্রম শুরু করা হয়।

গতকাল কক্সবাজার সৈকতের লাবনী পয়েন্টে হাঁটা কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের বাণিজ্যিক কর্মকর্তা ড. মো. নাসির উদ্দিন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদত হোসেন ও কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন উপস্থিত ছিলেন। হাঁটা কার্যক্রমে ৩০ জন নানা পেশার বিশিষ্ট ব্যক্তি অংশ নেন।মন্তব্য