kalerkantho


ফরিদপুরে অগ্নিদগ্ধ মা ও মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১৮ মার্চ, ২০১৭ ০০:০০ফরিদপুর সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের পূর্ব ফুলবাড়িয়া গ্রামে অগ্নিদগ্ধ হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত গৃহকর্তা সেন্টু (৩৫) শেখ গুরুতর দগ্ধ হয়েছেন। তাঁকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন মা ফরিদা বেগম (২৫) ও মেয়ে রাবেয়া বেগম (৪)।

সালথা থানার ওসি এ কে এম আমিনুল হক জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে সেন্টু শেখের বাড়িতে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লেগে তাঁর স্ত্রী ফরিদা বেগম ও মেয়ে রাবিয়া মারা যায়। আর সেন্টু শেখ আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করে। আহত সেন্টু শেখকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তিনি ওই হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ে ঘটনাস্থলেই পুড়ে মারা যায়। সেন্টু শেখ অগ্নিদগ্ধ হন। বাড়িটিও পুড়ে গেছে।

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ জানান, আগুনে সেন্টু শেখের বুক ও পিঠের আংশিক পুড়ে গেছে।মন্তব্য