kalerkantho

১ম ক লা ম

ভর্তি পরীক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১৭ মার্চ, ২০১৭ ০০:০০প্রশ্ন ফাঁসের অভিযোগে বাতিল হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার ফের অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় ২৩৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ওই ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল করা হয়। পরে পরীক্ষা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা হাইকোর্টে রিট করে। রিটের আদেশে পরীক্ষা নেওয়ায় কোনো বাধা না থাকায় এ পরীক্ষা নেওয়া হয়। ওই ইউনিটে দুই হাজার ৯৪৪ জন ভর্তীচ্ছু আবেদন করেছিল। ভর্তি ও ফলের ব্যাপারে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) এ পাওয়া যাবে।মন্তব্য