kalerkantho


ময়মনসিংহে ট্রাকসহ বেইলি সেতু ভেঙে পড়েছে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

১৬ মার্চ, ২০১৭ ০০:০০ময়মনসিংহের সদর উপজেলার দাপুনিয়া বাজারের কাছে মালবোঝাই ট্রাকসহ একটি বেইলি সেতু ভেঙে পড়েছে। গত মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় গতকাল বুধবার সারা দিন জেলার ফুলবাড়িয়া উপজেলা সদরের সঙ্গে ময়মনসিংহ সদর ও রাজধানী ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ ছিল।

স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার দাপুনিয়া বাজারের কাছে ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের সেতুটি সরু ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। এ জন্য দেড় বছর আগে সেখানে নতুন সেতু নির্মাণের কাজ শুরু হলে যানবাহন চালাচলের জন্য সেতুর পাশে একটি বেইলি সেতু নির্মাণ করা হয়। কিন্তু বেইলি সেতুটিও বেশ কিছু দিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বেইলি সেতুটির বিভিন্ন অংশ ভেঙে যেতে থাকে। এতে ছোটখাটো দুর্ঘটনাও ঘটে। এ নিয়ে যানবাহনের চালকরাও বড় দুর্ঘটনার আশঙ্কা করছিলেন। অবশেষে সেই আশঙ্কাই সত্য হয়। গত মঙ্গলবার গভীর রাতে ধানবোঝাই একটি ট্রাক পারাপারের সময় সেতুটি ভেঙে পড়ে। এ সময় চালক ও তাঁর সহকারী আহত হন।মন্তব্য