kalerkantho


নবাবগঞ্জে বখাটের রডের আঘাতে যুবক খুন

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি   

১৫ মার্চ, ২০১৭ ০০:০০ঢাকার নবাবগঞ্জে বখাটের রডের আঘাতে খুন হয়েছেন যুবক ভক্ত চন্দ্র সরকার। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে উপজেলার পশ্চিম সোনাবাজু বেড়িবাঁধ এলাকায়। ভক্ত একই এলাকার বীরেন চন্দ্র সরকারের ছেলে।

ভক্তের ফুফাতো ভাই সুজন মণ্ডল ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে বিজয় সরকারের বাড়িতে অষ্টকালী কীর্তন চলাকালে বখাটে হাসানসহ আরো কয়েকজন ভক্ত চন্দ্র সরকারের ভাগ্নে সাগর সরকারের কাছে তার (সাগর) ফুফাতো বোনের মোবাইল নম্বর ও ছবি চায়। সাগর দিতে অস্বীকৃতি জানালে হাসান সাগরকে মারধর করে। পরে ঘটনাটি সাগর তার মামা ভক্তকে জানায়। এ নিয়ে ভক্তের সঙ্গে হাসানের বাগিবতণ্ডা হলে স্থানীয়রা তা মিটিয়ে দেন। এর কিছুক্ষণ পর পেছন থেকে এসে হাসান হঠাৎ রড দিয়ে ভক্তের মাথা ও ঘাড়ে সজোরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় এলাকার লোকজন এগিয়ে এলে হাসান ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে ভক্তকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 মন্তব্য