kalerkantho


কাতারে গাড়ি দুর্ঘটনায় কুমিল্লার তিনজন নিহত

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা   

১৫ মার্চ, ২০১৭ ০০:০০কাতারে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রামের তিনজন নিহত হয়েছেন। তাঁদের পরিবার গতকাল মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে।

নিহতরা হলেন উপজেলার ঝাটিয়ারখিল গ্রামের আবুল কাশেম চৌধুরীর ছেলে শহিদুল হাসান সৈকত চৌধুরী, নেতড়া গ্রামের আহাম্মদ উল্যাহর ছেলে মো. শিপন ও সাঙ্গিশ্বর গ্রামের এছাক ভূঁইয়ার (মৃত) ছেলে ওমর ফারুক ভূঁইয়া প্রকাশ মিয়া।

কাতারে অবস্থানরত বাংলাদেশিদের সূত্রে জানা যায়, শুক্রবার রাতে তিন বাংলাদেশি ও এক মিসরীয় প্রাইভেট কারে চড়ে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। পথে নিউ সানাইয়া এলাকায় দুর্ঘটনায় প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন ও রবিবার রাতে হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়।   

সৈকত ও ফারুকের স্বজনরা জানান, শুক্রবার রাত থেকে সৈকত, শিপন ও প্রকাশের মোবাইল নম্বর বন্ধ ছিল।মন্তব্য