kalerkantho

বই বিতরণ

১৪ মার্চ, ২০১৭ ০০:০০ঢাকার দোহারে চার শতাধিক শিক্ষকের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ করা হয়েছে। গত রবিবার বিকেলে দোহারে  প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের মধ্যে এ বই বিতরণ করা হয়। এর আগে শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষাসচিব এন আই খান। সভায় বিশেষ অতিথি ছিলেন বীরপ্রতীক কর্নেল (অব.) সাজ্জাদ জহির। আর বঙ্গবন্ধু পরিষদ ও জাপান বাংলাদেশ কালচারাল ফাউন্ডেশনের পক্ষে উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ জাপান শাখার সভাপতি শেখ এমদাদ। সংবাদ বিজ্ঞপ্তি।মন্তব্য