kalerkantho

মাদকবিরোধী সভা

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

১৪ মার্চ, ২০১৭ ০০:০০নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা ও কমিউনিটি পুলিশের যৌথ উদ্যোগে জঙ্গিবাদ ও মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফুল্লাহ বাদলের সভাপতিত্বে উত্তর নরসিংপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল সোমবার বিকেলে অনুষ্ঠিত জঙ্গিবাদ ও মাদকবিরোধী সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. শরফুদ্দিন। এ সময় ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন, পরিদর্শক শেখ সাদী, এসআই কাজী এনামুল হক, এসআই শাফিউল হক শাফী, কাশিপুরের প্যানেল চেয়ারম্যান আয়ুব আলী প্রমুখ উপস্থিত ছিলেন। ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, এক মাস ধরে ফতুল্লার বিভিন্ন জায়গায় জঙ্গিবাদ ও মাদকবিরোধী সভা করে স্থানীয় লোকজনকে সচেতন করার চেষ্টা চলছে। এতে মাদকের আগ্রাসন কমবে।মন্তব্য