kalerkantho

সেমিনার

শাবিপ্রবি প্রতিনিধি   

১৪ মার্চ, ২০১৭ ০০:০০শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া বলেছেন, দেশের ক্রমবর্ধমান অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য বিজ্ঞান গবেষণার বিকল্প নেই। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও তরুণরা। সোমবার সকালে ‘কন্ট্রিবিউট টু ন্যাশনাল ইকনোমি থ্রো সায়েন্টিফিক রিসার্চ’ শীর্ষক সিরিজ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্স এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ড. আখতারুল ইসলাম, ড. রাশেদ তালুকদার, ড. এ জেড মঞ্জুর রশিদ, ড. ফরহাদ হাওলাদার প্রমুখ।মন্তব্য