kalerkantho

পথসভা

সোনারাগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

১৩ মার্চ, ২০১৭ ০০:০০লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভায় যোগ দিতে যাওয়ার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁয় পথসভা করেছেন যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী। গতকাল রবিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলা আওয়ামী লীগের অফিসের সামনে অনুষ্ঠিত এ পথসভায় তিনি বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে। তাই জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে সোনারগাঁর যুবলীগকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বান জানান ওমর ফারুক। এ সময় উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম নান্নু ছাড়াও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলী হায়দার, সনমান্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী, যুবলীগ নেতা আহাম্মেদ আলী তানভীর, মজিবুর রহমান, ধনু মিয়া, ইকবাল ও আরিফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, আগামীকাল মঙ্গলবার লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর সভাটি অনুষ্ঠিত হবে।মন্তব্য