kalerkantho


নদীতে রাতে বালু ও পণ্যবাহী নৌযান বন্ধের দাবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

১৩ মার্চ, ২০১৭ ০০:০০নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা, মেঘনা, ধলেশ্বরী, বুড়িগঙ্গা নদীতে রাতে বালু ও পণ্যবাহী নৌযান চলাচল বন্ধের  দাবিতে জেলা প্রশাসক রাব্বি মিয়ার কাছে স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন। সংগঠনটির নেতাকর্মীরা গতকাল রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপিটি দেয়। এ সময় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার, অহিদুর রহমান, জাকির হোসেন, নান্নু মিয়া, আক্তার হোসেন, কবির হোসেন, সেলিমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে বন্দর উপজেলার কলাগাছিয়ায় ধলেশ্বরীতে জাহাজ রাখার জন্য ঘাট নির্মাণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে নৌপথে চাঁদাবাজি-ছিনতাই এবং শীতলক্ষ্যা, বুড়িগঙ্গাতীরে সিমেন্ট কারখানাসহ বিভিন্ন কারখানার সামনে নদীর মাঝে জাহাজ রেখে নৌপথ সংকীর্ণ করার প্রতিবাদ জানানো হয়।মন্তব্য