kalerkantho


ঠাকুরগাঁওয়ে চা পানে দুই শিশুর মৃত্যু, অসুস্থ ৪

ঠাকুরগাঁও প্রতিনিধি   

১৩ মার্চ, ২০১৭ ০০:০০ঠাকুরগাঁওয়ে চা পান করে বিষক্রিয়ায় সোহান (৭), সোহানা (৩) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছে একই পরিবারের আরো চারজন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল রবিবার বিকেলে সদর উপজেলা রায়পুর ভাওলারহাট হরিণদা গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর অসুস্থরা হলেন আলম উদ্দীনের স্ত্রী জমিলা, মজিবর রহমানের স্ত্রী সফুরা বেগম, মইনুলের স্ত্রী সাবিনা বেগম ও মজিবর রহমানের মেয়ে সাদিয়া। এর মধ্যে সফুরা বেগমকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রায়পুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, দুপুরে ভাওলারহাট হরিণদা গ্রামের আলম উদ্দীনের স্ত্রী জমিলা চা তৈরি করে পরিবারের সবাইকে দেওয়ার পাশাপাশি নিজেও পান করেন। কিছুক্ষণ পর তাঁর নাতি সোহান ছটফট করতে থাকে। পরক্ষণেই মুখ দিয়ে লালা বের হতে হতে সে মারা যায়। অন্যদের চিৎকার শুনে পাশের বাড়ির লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরে সোহানার মৃত্যু হয়। মজিবর রহমান ও সফুরা বেগম দম্পতির সন্তান নিহত সোহান ও সোহানা।

তদন্তকারী কর্মকর্তা পীযূষ কুমার জানান, তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।মন্তব্য