kalerkantho

মানববন্ধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

১২ মার্চ, ২০১৭ ০০:০০গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির নেতারা। গতকাল বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক বলেন, ‘গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি মানে নিত্যদিনের পণ্যদ্রব্যের দাম বেড়ে যাওয়া। গ্যাস-বিদ্যুতের দাম বাড়লে বাড়িভাড়া, বাসভাড়া, তেল, ডাল, লবণ—নিত্যপ্রয়োজনীয় সব কিছুর দাম বাড়বে। এ মুহূর্তে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো অযৌক্তিক। অবিলম্বে এ মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করা হোক।’ কমিটির সভাপতির সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাস, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।মন্তব্য