kalerkantho

মিলনমেলা

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি   

১২ মার্চ, ২০১৭ ০০:০০দেখতে দেখতে ৫০ বছর পূর্ণ করল কুমিল্লার মেঘনার মুজাফফর আলী স্কুল অ্যান্ড কলেজ। এ উপলক্ষে গতকাল শনিবার কলেজ মাঠে বসেছিল প্রবীণ-নবীন শিক্ষার্থীদের মিলনমেলা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুইয়া এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন স্কুলের প্রাক্তন ছাত্র বাংলাদেশ পরমাণু কমিশনের সদস্য ড. মোহাম্মদ আলী, শিক্ষাবিদ ড. মোহাম্মদ মফিজ উদ্দিন, ডা. আবদুল মোমেন, মোসেলেহ উদ্দিন, মেঘনা উপজেলা চেয়ারম্যান আবদুস ছালাম, মো. নাছির উদ্দিন শিশির, মো. নুরুজ্জামান, মাজাহারুল হক, হুমায়ন কবির মৃধা ও জহিরুল ইসলাম।মন্তব্য