kalerkantho

অ্যালামনাই

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১২ মার্চ, ২০১৭ ০০:০০‘এসো মিলি স্মৃতির মোহনায়’ স্লোগানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গতকাল শনিবার ব্যবস্থাপনা বিভাগের প্রথম অ্যালামনাই অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে সকালে ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিনের নেতৃত্বে ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস ঘুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে গিয়ে আলোচনাসভায় মিলিত হয়। বিভাগের অ্যালামনাই কমিটির আহ্বায়ক মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেলিম তোহা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আখতার হোসেন ও ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু। স্বাগত বক্তব্য দেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন।মন্তব্য