kalerkantho


মাদকাসক্ত ছেলের কোপে আহত বাবার মৃত্যু

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি   

১২ মার্চ, ২০১৭ ০০:০০ময়মনসিংহের গৌরীপুরে মাদকাসক্ত ছেলের রামদার কোপে আহত বাবা সাত দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত মো. মজিবুর রহমানের (৫০) বাড়ি পৌরসভার সতিষা মহল্লায়। এ ঘটনায় গতকাল বিকেলে অন্য ছেলে বাদী হয়ে ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মজিবুর রহমান একজন খুচরা পেট্রল ব্যবসায়ী। ছেলে সুজন মিয়া (২২) মাদকাসক্ত। ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবন ও বিক্রির সঙ্গেও সে জড়িত। নিহতের ছোট ছেলে সুমন মিয়া (১৮) জানান, গত ৪ মার্চ শনিবার সুজন বাবার কাছে পাঁচ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে একটি রামদা দিয়ে তাঁকে কোপাতে থাকে। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে গতকাল সকালে তিনি মারা যান। ঘটনার পর থেকে সুজন পলাতক। গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহাম্মদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ছেলে সুমন মিয়া বাদী হয়ে মামলা করেছেন।মন্তব্য