kalerkantho


লাখাইয়ে জমির বিরোধে প্রাণ গেল শিশুর

লাখ টাকায় মীমাংসার চাপ মাতবরদের

হবিগঞ্জ প্রতিনিধি   

১২ মার্চ, ২০১৭ ০০:০০জমি নিয়ে বিরোধের জেরে হবিগঞ্জের লাখাইয়ে গত শুক্রবার প্রতিপক্ষের হাতে খুন হয়েছে ৯ বছরের শিশু ইমন। গ্রাম্য মাতবরা এক লাখ টাকায় বিষয়টি মীমাংসার জন্য শিশুটির পরিবারকে চাপ দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ইমন উপজেলার সাতাউক গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। সে সাতাউক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সাতাউকের আব্দুল হাই ও আক্কাছ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এর জেরে বৃহস্পতিবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরদিন শুক্রবার দুপুরে ইমন অন্য শিশুদের সঙ্গে খেলতে গেলে আক্কাছ ইমনকে কোদাল দিয়ে কোপ দেয়। এতে শিশুটি গুরুতর আহত হলে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার পথে রাতে শিশুটি মারা যায়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।মন্তব্য