kalerkantho


‘জেএমবির সদস্য’ বিল্লাল গ্রেপ্তার ময়মনসিংহে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

১১ মার্চ, ২০১৭ ০০:০০ময়মনসিংহে ‘জেএমবির সদস্য’ বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার দাপুনিয়া এলাকার শস্যমালা কানাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক বিল্লাল দাপুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। আটককালে তার বাড়িতে তল্লাশি চালিয়ে জিহাদি মতবাদের পাঁচটি বই জব্দ করে পুলিশ। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনের একটি, বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাসবিরোধী আইনে দুটি এবং ২০০৫ সালের দুটি হত্যা মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিল্লালকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। সে জেএমবির আত্মঘাতী স্কোয়াডের সদস্য বলে তাঁদের কাছে তথ্য আছে।মন্তব্য