kalerkantho


ঝড়ে স্পিডবোট উল্টা

নিখোঁজ জাজিরা বিএনপি সভাপতির লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

১১ মার্চ, ২০১৭ ০০:০০নিখোঁজ জাজিরা বিএনপি সভাপতির লাশ উদ্ধার

ইকবাল শিকদার

পদ্মা নদীতে ঝড়ে স্পিডবোট উল্টে নিখোঁজ জাজিরা উপজেলা বিএনপির সভাপতি ইকবাল শিকদারের (৪৫) লাশ উদ্ধার হয়েছে। দুর্ঘটনার তিন দিনের মাথায় গতকাল শুক্রবার দুপুরে লৌহজং উপজেলার শিমুলিয়া ১ নম্বর ফেরিঘাটের কাছে তাঁর লাশ ভেসে ওঠে। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।

লৌহজং থানার ওসি আনিচুর রহমান জানান, দুর্ঘটনাস্থলের আশপাশ থেকে ফেরির সঙ্গে লেগে লাশটি ঘাটের কাছে আসতে পারে। লাশটি তাঁর ভাই শাহিন শিকদারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে এ দুর্ঘটনায় আরেক নিখোঁজ ঢাকার কামরাঙ্গীর চরের তৃতীয় শ্রেণির ছাত্রী তাহমিনা আক্তারের সন্ধান পাওয়া যায়নি। নৌ পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্বজনরা এখনো নদীতে খুঁজে ফিরছে তাহমিনাকে।

মাওয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, ‘শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে লৌহজং টার্নিংয়ে গত বুধবার বিকেলে ঝড়ের কবলে পড়ে ১৮ যাত্রী নিয়ে স্পিডবোট উল্টে যায়। এতে আহত অবস্থায় হাসপাতালে লাবিব হালদার (১০) নিহত হয়। পরদিন বৃহস্পতিবার দুর্ঘটনাস্থলের কাছে বাকেলা বেগমের (৪১) লাশ ভেসে ওঠে। এ ঘটনায় কোনো মামলা হয়নি।’

মাওয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, অতিরিক্ত যাত্রী ভর্তি করে ঝুঁকিপূর্ণ অবস্থায় স্পিডবোটটি চালানো হচ্ছিল। তবে এখনো কেন মামলা হলো না এর উত্তর দিতে পারেননি তিনি।

স্থানীয় লোকজন জানায়, পরিবারের কাছে লাশ হস্তান্তরের সময় জাজিরা নির্বাচনী এলাকার বিএনপির সাবেক সংসদ সদস্য এ কে এম নাসির উদ্দিন কালু সরদারসহ আত্মীয়স্বজন এবং নেতারা উপস্থিত ছিলেন। কর্মীরা প্রিয় নেতার লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে। জাজিরার পরিচিত নাম ছিল ইকবাল শিকদার। তিনি জাজিরা পৌরসভায় মেয়র পদেও নির্বাচনে অংশ নিয়েছিলেন।

 মন্তব্য